POETRY - SANDIP SAHA - MUKTADHARA

কবিতা-বিপ্লব - মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY - SANDIP SAHA - MUKTADHARA

মুক্তধারা

কবিতা

বিপ্লব 

সন্দীপ সাহা


 

বিপ্লব এটা একটা শব্দ
এই শব্দ এক অনুপ্রেরণা 
নির্যাতিত মানুষ  বিপ্লব সম্পন্ন
করেই  আত্যাচারী শাসক এর বিরুদ্ধে 
তাই বিপ্লব এসছে বার বার
মুক্ত কোর্টে আত্যচার নিপিরন 
ভারতবর্ষে বিপ্লব হইছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এর বিরুদ্ধে 
বিপ্লবী রা আনে স্বাধীনতা   
তাদের জীবন উৎসর্গ করে
রাশিয়া যার সাম্রাজ্যবাদী দের
বিরুদ্ধে  হয়েছে  বিপ্লব  
যার সাম্রাজ্যবাদী দের হয়ছে পতন
নানা জায়গায় সামরাজ্যবাদী 
করে চলেছে আত্যচার
বিপ্লবের আসুক নেমে
পৃথিবীর বুকে বার বার
প্রতিষ্ঠিত হক জনগণের অধিকার 
তয় বার বার হক বিপ্লব 
প্রতিটি হৃদয় জুরে 
স্থান পাক বিপ্লব 
ক্ষুধা আতাচার এর 
শেষ হক  পৃথিবী থেকে
তাই করি বিপ্লব এর জয়গান


 

Comments :0

Login to leave a comment