দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে খড়দহ রুইয়া সন্তোষ বিদ্যালয়ে মাঠে নির্বাচনী জনসভা হয়েছে। 
জনসভায় সভাপতিত্ব করেন তপন দাস। বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী এবং সিপিআি(এম) সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
বক্তব্য রাখেন শফিকুল সর্দার সুবীর সেনগুপ্ত সিপিআই নেতৃত্ব। উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি তাপস মজুমদার প্রমুখ।
দমদম লোকসভা কেন্দ্র চষে ফেলছেন বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী। এই কেন্দ্রেও বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন করছে কংগ্রেস। দমদমে এর আগে প্রচার করে গিয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাত। এসেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও। দমদমের বহু অংশই এগিয়ে এসেছেন সুজন চক্রবর্তীর সমর্থনে। সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলছেন, বাঁচাতে হবে দেশকে। বারচাতে হবে রাজ্যকে। তার জন্যই একসঙ্গে লড়াই করছে সিপিআই(এম) এবং কংগ্রেস।
 
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0