কবিতা | নতুনপাতা
হারিয়ে গেছে ছোট্টবেলা
অঙ্কেশ মালিক
ছোট্ট বেলার স্বপ্নগুলো
মনের কোণে রাখি
বড়ো হওয়ার ইচ্ছে নিয়ে
রইলো সবই বাকি ।
কাজের ফাঁকে যাদের কথা
মনে পড়ে রোজ
দিনের শেষে তারা আমার
নেয়নি কেনো খোঁজ ?
ছোটোবেলার রূপকথা রাত
স্নিগ্ধ চাঁদের আলো
বড়োবেলার রাত্রি আমার
নিকষ, নিঝুম, কালো ।
বড়ো হলে মজা পাবো
ভেবে ছিলাম আমি
আজ ভেবেছি ছোট্টবেলা
সোনার চেয়েও দামি ।
Comments :0