Defence Acquisition

৭৯ হাজার কোটি টাকার যুদ্ধ সরঞ্জাম কিনছে ভারত

জাতীয়

বিপুল অঙ্কের প্রতিরক্ষা সরঞ্জাম কিনছে ভারত। প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ কাউন্সিল (ডিএসি) ৮.৮ বিলিয়ন ডলার প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব অনুমোদন করেছে। কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 
টাকার অঙ্কে এই অর্থ প্রায় ৭৯ হাজার কোটি। 
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে কেনা হবে রাডার, রেডি, যুদ্ধবিমানের স্বয়ংক্রিয় টেক-অফ ল্যান্ডিং রেকর্ডিং সিস্টেমের মতো অত্যাধুনিক সরঞ্জাম। 
প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, হালকা রাডার কেনার উদ্দেশ্য ড্রোন হামলা চিহ্নিত করার জন্য। পিনাকা মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের জন্য প্রয়োজন রকেট বিষয়ক সরঞ্জাম। এই প্রযুক্তি তৈরি করেছে ডিআরডিও। সেই সঙ্গে কেনা হবে যুদ্ধজাহাজ থেকে নজরদারির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম। 
প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, নির্দিষ্ট লক্ষ্যে আঘাতের সক্ষমতা বাড়ানোর জন্য সরঞ্জাম কেনার সিদ্ধান্ত। সেনা স্থলভাগে যুদ্ধের সময়ও যাতে লক্ষ্যে আঘাত হানতে পারে তার জন্য ‘লয়েটারিং মিউটেশন সিস্টেম’। তার মধ্যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র থাকে। সেনা নজরদারিও চালাতে পারবে এই ব্যবস্থায়।

Comments :0

Login to leave a comment