POETRY | ASHTAPADA MALIK — MAN & COW | MUKTADHARA — 2025 JANUARY 25

কবিতা | অষ্টপদ মালিক | মানুষ ও গরু | মুক্তধারা | ২০২৫ জানুয়ারি ২৫

সাহিত্যের পাতা

POETRY  ASHTAPADA MALIK  MAN  COW  MUKTADHARA  2025 JANUARY 25

কবিতা | মুক্তধারা

মানুষ ও গরু
অষ্টপদ মালিক

একটি গরু শুয়ে শুয়ে
মনের সুখে জাবর কাটে
তার সহজাত স্বভাব আছে বলে
আধ চিবানো খাবার এইভাবে সে সহজে হজম করে ।

মানুষও কখনো সখনো গরু বনে যায় !
কেউ হয়তো বলবে
মানুষকে গরু বলা
অশ্রাব্য কথা বা গালাগাল!

মানুষও গোগ্রাসে কত কি খায়
এর ফলে সমাজ শোষিত ও বঞ্চিত হয়
এমন অবস্থায় মানুষকে
গরু উপমা না দিয়ে
অমানুষ বলাই ভালো ।

Comments :0

Login to leave a comment