POETRY — BIKASH BHATTACHARJEE | WORLD ENVIRONMENT — MUKTADHARA | 4 JUNE 2024

কবিতা — বিকাশ ভট্টাচার্য | সাহসী হাতের মুঠো — মুক্তধারা | ৪ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  BIKASH BHATTACHARJEE  WORLD ENVIRONMENT  MUKTADHARA  4 JUNE 2024

কবিতা

সাহসী হাতের মুঠো
বিকাশ ভট্টাচার্য

মুক্তধারা


ঘন সবুজ বনে ঢাকা দিগন্তরেখায়
দগ্ধ দিনের শেষে সূর্য নিভুনিভু
উচাটন সন্ধে নামে বুকের ভেতরে
কেউ যেন খুঁজেছিল ছায়াতরু তবু

উদবাহু গাছ নেই। ঘুমভাঙা চাঁদ নেই 
নেই নেই সোনাঝুরি বাতাসের শ্বাস
তবুও ঘুমের ভেতর ছদ্মবেশে এসে
মগ্ন হয়ে পড়ে আছে সময়ের তাস

হৃদয়চন্দনবন ধুয়ে মুছে সাফ
প্রেতেরা সনদ পায় মরুভূর রাত
দূর দিগন্তে তবু ফোটে জবাকুসুম 
সাহসী হাতের মুঠোয় সাহসিনী হাত।

Comments :0

Login to leave a comment