কবিতা
ডানা
অঙ্কেশ মালিক
মুক্তধারা
আকাশের বুকে কালো মেঘ জমে
রাত্রি পেরিয়ে এখনো আসেনি ভোর
প্রকৃতি আজ রুদ্রমূর্তি ধরে
ঘূর্ণিঝড় ডানা ছুটে যায় জোর ।
মাঝে মাঝে শীতল দমকা হাওয়া
বৃষ্টির তীব্রতার ভয়াল স্পর্শ
নিত্য জীবন থমকে পড়ে
কেড়ে নেয় জন-জীবনের হর্ষ ।
তবু মানুষ চেয়ে থাকে
মনে আশা ভরা
'ডানা' কাটিয়ে আসবে ঠিকই
নতুন সূর্য-ধারা।
Comments :0