POETRY \ DANA — ANGKESH MALIK \ MUKTADHARA \ 24 OCTOBER 2024

কবিতা \ ডানা — অঙ্কেশ মালিক \ মুক্তধারা \ ২৪ অক্টোবর ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  DANA  ANGKESH MALIK  MUKTADHARA  24 OCTOBER 2024

কবিতা

ডানা

অঙ্কেশ মালিক

মুক্তধারা

আকাশের বুকে কালো মেঘ জমে 
রাত্রি পেরিয়ে এখনো আসেনি ভোর 
প্রকৃতি আজ রুদ্রমূর্তি ধরে 
ঘূর্ণিঝড় ডানা ছুটে যায় জোর ।

মাঝে মাঝে শীতল দমকা হাওয়া 
বৃষ্টির তীব্রতার ভয়াল স্পর্শ 
নিত্য জীবন থমকে পড়ে 
কেড়ে নেয় জন-জীবনের হর্ষ ।

তবু মানুষ চেয়ে থাকে 
মনে আশা ভরা 
'ডানা' কাটিয়ে আসবে ঠিকই 
নতুন সূর্য-ধারা।

Comments :0

Login to leave a comment