কবিতা | মুক্তধারা
আমরা তিলোত্তমা
গৌরী সেনগুপ্ত
জন্মদিনে কেন তুমি কষ্ট দিলে মা
আমি তোমার একটা মেয়ে এখন তিলোত্তমা
সেবার কাজেই মগ্ন ছিলাম ছত্রিশ ঘন্টার জেদে
তোমার কাছে পেতাম সে তেজ এই জমানারই ক্লেদে ।
ক্লেদে ভরা ভূমি আমার হায়না শেয়াল ঘোরে
কেমন করে বুঝবো তারা হাসপাতালেও চরে
বুঝিনি মা তোমার থেকে দূরে থাকার ফল
তুমি আজও প্রাণকেন্দ্রে তুমিই মা সম্বল ।
যারা দ্রোহের সাথে বিচার চাইছে জন্মদিনেই মা
সবাই আছি সেই শপথে যারা তিলোত্তমা ।
Comments :0