কবিতা
পাথরের কান্না
প্রদীপ কুমার চক্রবর্তী
মুক্তধারা
তুমি নও কো পাথর , আছে প্রাণরস
অশ্রু বিষাদে পূর্ণ
তোমার অন্তর জুড়ে জমাট কান্না
কারা যে লুটেছে চূণী ও পান্না
অমলিন হাসি বলে আর না
যত আশাফুল হলো চূর্ণ
সমাজে আছে যে ক' হাজার বেড়া
কিভাবে যে উত্তীর্ণ।
কত হাসি গানে তুমি ছিলে রাঙা
তখনও অভয়া হওনি
চিকিৎসা দিতে ছিল নাকো দেরী
উজান স্রোতেও চলতো সে ফেরি
তোমাকে নিয়েই কত আশা ঘেরি
অস্ফুটে কথা কও নি
সহায়হীনের তুমি যে ভরসা
কোনো অনুগ্রহ তুমি লও নি ।
ওই শিল্পীত চোখে শুধূই হতাশা
দুচোখে কঠিন রক্ত
যারা দানবীয় রাগে পিষলো হৃদয়ে
ধর্ষণ করে কত অকুতোভয়ে
পৃথিবীকে বলো এই পরাজয়ে
তোমার চোয়াল শক্ত
এই অধম সমাজ বাঁচাতে পারেনি
তবু জীবনেতে অনুরক্ত।
Comments :0