POETRY / MUKTADHARA — KOLKATA BOOK FAIR / BITHI KAR — 1 FEBRUARY 2024

কবিতা / মুক্তধারা — কলকাতার বইমেলা / বীথি কর — ১ ফেব্রুয়ারি ২০২৪

সাহিত্যের পাতা

POETRY  MUKTADHARA  KOLKATA BOOK FAIR   BITHI KAR   1 FEBRUARY 2024

কবিতা  

মুক্তধারা

কলকাতার বইমেলা
বীথি কর 

ছুটছে কবি, দামি সই
একটা ছবি, ভীষণ ঘোলা।
বই হাতে, হাসছে দেখো
পকেট ফাঁকা, দুলছে ঝোলা।
মঞ্চে ডাক, কবিতা পাঠ
চেয়ার ফাঁকা, কানে তালা।
ষহাতে চা, মিচকে হাসি
চাইছে দিতে গলায় মালা।
নতুন প্রেম, আদিখ্যেতা
সঙ্গী ছাড়া ভবাপাগলা।
প্রাক্তনের চোখে বিষ,
চুয়া ঢেঁকুর, বুক জ্বালা।
নতুন শাড়ি, পাট ভাঙা,
ইতি-উতি আলোর খেলা।
টেবিলজুড়ে নবীন লেখক
আড্ডা জমায় দুপুরবেলা।

 


নিউজ চ্যানেল আচম্বিতে
প্রশ্ন ঠোকে, দৌড়ে পালা,
পাঠক ঘোরে, মূল্য কত?
ভিড় বেড়েছে, মারছে ঠ্যালা।
হারিয়ে যাওয়া মানুষগুলো
খুঁজে পাচ্ছে চেনা মুখ,
বইয়ের গন্ধ ধুলোয় ওড়ে
সিগারেট পোড়ে, টানে সুখ।
এরই মাঝে বন্ধু হারায়
ঈর্ষা জমে ভ্রূ- র বুকে,
চাইছ যাকে, বলেই ফেলো 
হৃদয় খোঁজো,ঈষৎ ঝুঁকে।
প্রবীণ-নবীন একই মাঠে
আগামীতে নতুন ভেলা,
বাক্স বোঝাই স্বপ্ন নিয়ে
কলকাতার এই বইমেলা।

মেরিল্যান্ড, ক্লার্কসবার্গ, মন্টগোমারি কাউন্টি, আমেরিকা

Comments :0

Login to leave a comment