POETRY — NATUNPATA | AVIJIT ROY — 16 APRIL 2024

কবিতা — মিছিলের স্নেহ | অভিজিৎ রায় — মুক্তধারা | ১৬ এপ্রিল

সাহিত্যের পাতা

POETRY   NATUNPATA  AVIJIT ROY    16 APRIL 2024
কবিতা
মিছিলের স্নেহ 
অভিজিৎ রায়
মুক্তধারা
 
 
জলের আগুন নেভে গোপনীয় রক্তের নিশানে 
পরজন্মের কাহিনি লিখে রাখো গোপন বিষাদে, 
হৃদয়ের রক্তপাতে সুর বাজে বাতাসে, নদীতে; 
আগুনের ধারা নামে চোখের গলির ফাঁক দিয়ে।
 
নিভে যায় আগুনেরা সময়ের ধারাপাত মেনে, 
চাঁদের আকাশ থেকে দড়ি নামে, আত্মহত্যা চেয়ে 
আদালতে আদালতে ফিরে যায় বিচার প্রার্থনা 
একটি প্রাণের শেষে জীবনের কিছুই আসে না।
 
মিছিলে মিছিলে জ্বলে কত শত মোমের শরীর, 
কোথাও আগুন নেই, প্রতিবাদে আর প্রতিরোধে; 
মোমের বিপ্লব শুধু গুনে যায় মোমেদের লাশ, 
সময়ের সাথে সাথে ফিকে হয় মিছিলের ভিড়।
 
ক্যালেন্ডারে পাতা ঝরে, বসন্ত গিলেছে কারো দেহ 
মোমের মিছিল শেষে ঘরে ফেরে পিতা আর স্নেহ।
 

Comments :0

Login to leave a comment