POETRY | NIRMLENDHU SAKHRU | BOOK FAIR | MUKTADHARA | 2025 FEBRUARY 6

কবিতা | নির্মলেন্দু শাখারু | বইমেলা | মুক্তধারা | ২০২৫ ফেব্রুয়ারি ৬

সাহিত্যের পাতা

POETRY  NIRMLENDHU SAKHRU  BOOK FAIR  MUKTADHARA  2025 FEBRUARY 6

কবিতা | মুক্তধারা

বইমেলা 
নির্মলেন্দু শাখারু

বছর ফিরে হয় আয়োজন 
হাসিখুশি বইয়ের মেলা,
মেলার ভিড়ে কেনাকাটা-- 
এই  নিয়ে বেশ কাটে বেলা।

বই শুধু নয় টই খোঁজে কেউ-- 
ক্যামনে সে তা পেতে পারে?
খোঁজে ফেরে সন্ধানী চোখ-- 
মুক্তো পেলে কেইবা ছাড়ে!

কেনাকাটার অবসরে 
চায়ের সাথে জমবে খাওয়া,
তারপরে গান শুনবে কারো 
মাঠের মাঝে-- বাড়তি পাওয়া!

Comments :0

Login to leave a comment