কবিতা
চেতনার মুক্তফুল
আনজু বানু
নতুনপাতা
সবুজ শরীরে নক্ষত্র ফোটাতে
পাহাড় ভেঙেছ জননী,
উৎপীড়নের তমসজাল ছিঁড়ে
শব্দের কোলাজে দেখাতে চেয়েছ আলোর ফুলকি।
বিষময় অনুনয় উপেক্ষা করে,
জীবন চক্রের নিঃসাড় সকাল দুপুর সন্ধে পেরিয়ে---
চেতনার মুক্তফুল রোকেয়া আলোর গভীরে।
নারীর বঞ্চনা,রাত্রির ক্ষরণ
নীল সীমানার দিকে
প্রতারক ছোরার মতন
দেখাতে চেয়েছ খোলা চোখে।
এত ফুলদানি কারুকাজ শিখিয়েছ
সূর্যের কপাট খুলে
রোদ্দুর দরজায় হরিৎ পাতায়।
এখনও আয়েশা,জুলেখা,
শামিমারা মরে,অকাল ফুল ঝরে।
কেউ বা হারিয়ে যায় অন্ধকারে।
একা তুমি বিদীর্ণ হও---
বিপদ সঙ্কুল আত্মবৃত্তি শুনে।
অন্ধগলি রাজপথ,তাই চিনিয়ে যাও
আগুনের চুল্লি হয়ে।
Comments :0