কবিতা | মুক্তধারা
একুশ আমার
সুব্রত চৌধুরী
একুশ আমার নতুন দিনের
স্বপ্ন মারে উঁকি,
সবুজ শ্যামল ক্যানভাস জুড়ে
দ্রোহের আঁকিবুকি।
একুশ আমার দেয় ঘুচিয়ে
নিকষ কালো রাত্রি,
পূবের আলোয় প্রহর গোনে
আলোর পথের যাত্রী।
একুশ আমার ধিকি ধিকি
নেভায় ক্ষোভের আগুন,
কৃষ্ণচূড়ার ডালে ডালে
সিঁদুর রঙের ফাগুন।
একুশ আমার ভায়ের রক্তে
মায়ের ভাষা বলি,
শত্রু এলে রুখে দাঁড়াই
দু’পায়েতে দলি।
{ad
Comments :0