এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়ন, দালাল রাজ বন্ধ করা, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ১০ দফা দাবি জানিয়ে মঙ্গলবার হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিলেন এসএফআই,ডিওয়াইএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও সিআইটিইউ নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানের পাশাপাশি বিক্ষোভ সভাও সংগঠিত হয়। উল্লেখ্য, এসএসকেএম হাসপাতালে দালাল চক্র বন্ধ করা, সকলের জন্য চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবি নিয়ে গত বছর মার্চে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু সেই দাবিকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার আবারও ডেপুটেশন দেওয়া হয়।
চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা, চুক্তি শ্রমিকদের এবং নিরাপত্তা কর্মীদের ১২ ঘন্টা কাজের জন্য চাপ সৃষ্টি না করার, হাসপাতালে ব্লাড ব্যঙ্কের উপযুক্ত ব্যবস্থা, ওপিডি-তে চিকিৎসক সংখ্যা বাড়ানো, রোগী সহায়তা কেন্দ্রে সঠিক পরিষেবা প্রদানের দাবি জানানো হয়েছে।
আরজি কর হাসপাতালে ধর্ষণ হত্যার প্রতিবাদও জানানো হয় বিক্ষোভে। ছিলেন সিআইটিইউ নেতা দেবাঞ্জন চক্রবর্তী, সত্যব্রত ঘোষ, মহম্মদ আতিফ নিসার সহ ছাত্র যুব,মহিলা, বস্তি ও শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ।
Comments :0