SSKM DEMAND

পরিষেবা থেকে কর্মী-চিকিৎসক নিরাপত্তার দাবি এসএসকেএম-এ

কলকাতা

এসএসকেএম হাসপাতালে চিকিৎসা পরিষেবার উন্নয়নদালাল রাজ বন্ধ করা, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ ১০ দফা দাবি জানিয়ে মঙ্গলবার হাসপাতালের সুপারকে স্মারকলিপি দিলেন এসএফআই,ডিওয়াইএফআইগণতান্ত্রিক মহিলা সমিতিপশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি ও সিআইটিইউ নেতৃবৃন্দ। 

স্মারকলিপি প্রদানের পাশাপাশি বিক্ষোভ সভাও সংগঠিত হয়। উল্লেখ্যএসএসকেএম হাসপাতালে দালাল চক্র বন্ধ করাসকলের জন্য চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করা সহ বিভিন্ন দাবি নিয়ে গত বছর মার্চে হাসপাতালের সুপারকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। কিন্তু সেই দাবিকে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবার আবারও ডেপুটেশন দেওয়া হয়।

চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তাচুক্তি শ্রমিকদের এবং নিরাপত্তা কর্মীদের ১২ ঘন্টা কাজের জন্য চাপ সৃষ্টি না করার, হাসপাতালে ব্লাড ব‍্যঙ্কের উপযুক্ত ব‍্যবস্থাওপিডি-তে চিকিৎসক সংখ্যা বাড়ানোরোগী সহায়তা কেন্দ্রে সঠিক পরিষেবা প্রদানের দাবি জানানো হয়েছে। 

আরজি কর হাসপাতালে ধর্ষণ হত্যার প্রতিবাদও জানানো হয় বিক্ষোভে। ছিলেন সিআইটিইউ নেতা দেবাঞ্জন চক্রবর্তীসত‍্যব্রত ঘোষ, মহম্মদ আতিফ নিসার সহ ছাত্র যুব,মহিলাবস্তি ও শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment