সরকারি কর্মচারীদের ধর্মঘট নিষিদ্ধ করতে ‘এসমা’ জারি করল যোগী আদিত্যনাথ সরকার। উত্তর প্রদেশের বিজেপি সরকার ছ’মাসের জন্য জারি করেছে এই আইন।
জরুরি পরিষেবা পরিচালন আইন লোকসভা নির্বাচনের মুখেই জারি করা কেন, তা নিয়ে রাজ্যে প্রশ্ন তুলেছে বিভিন্ন অংশ। ক্ষোভ জানিয়েছেন কর্মচারীরা। দেশে এই আইন বরাবর চিহ্নিত অগণতান্ত্রিক এবং অধিকার কেড়ে নেওয়ার রূঢ় কৌশল হিসেবে।
শুক্রবারই এই আইন জারি হয়েছে রাজ্যে। উত্তর প্রদেশের অন্তত পশ্চিম অংশে এর মধ্যেই কৃষক আন্দোলনের প্রভাব পড়েছে চলতি দফায়। শুক্রবার সংযুক্ত কিসান মঞ্চ এবং ট্রেড ইউনয়ন সমূহের ডাকে ‘ভারত বন্ধ’-র প্রভাবও পড়েছে নয়ডার মতো বেশ কিছু এলাকায়।
সরকারি কর্মচারীদের বিভিন্ন ফেডারেশনও কৃষক এবং শ্রমিকদের আন্দোলনে সমর্থন জানিয়েছে আগেই। পুরনো পেনশন ব্যবস্থা ফেরানোর দাবিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যে রাজ্যে সরকারি কর্মীদের ক্ষোভ রাস্তায় নেমেছে।
‘এসমা’ জারি হলে ধর্মঘটে অংশ নেওয়ার দায়ে কোনও কর্মচারীকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করতে পারে পুলিশ। এক বছর জেল এবং জরিমানর সংস্থানও রয়েছে এই আইনে।
UP ESMA
কর্মী ধর্মঘট নিষিদ্ধ করতে ‘এসমা’ উত্তর প্রদেশে
×
Comments :0