POETRY — TUSAR BOSE | VOY — MUKTADHARA | 6 JUNE 2024

কবিতা — তুষার বসু‌ | ভয় — মুুক্তধারা | ৬ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   TUSAR BOSE  VOY  MUKTADHARA  6 JUNE 2024

কবিতা

ভয়
তুষার বসু‌

মুুক্তধারা

ভয়পাচ্ছি, ভয় পাচ্ছে
ঘুম ভাঙছে ইচ্ছেমতন। 
চোখরাঙানি ঝলসাচ্ছে
আগুনচোখে অবিরত।

মারবে তুমি আমায় নাকি
কয়লা-কালো ময়লা হাতে?
শুধবে যত ধার ও বাকি
দিক দিগন্ত অপেক্ষাতে।

সামনে মানুষ, শুধুই মানুষ,
পিছন দিকেও জনপ্লাবন। 
আগুনরঙা ফাগুন জানুক
উঠছে জেগে বিপ্লবী মন।

একটা হাতে জোট বেঁধেছে 
লক্ষহাতের উষ্ণতা ঐ।
‘'মশাল জ্বালো’ ডাক এসেছ,
ঢাল তলোয়ার বর্মটা কই?

ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, 
চোখ মেলছে ডায়নোসরাস।
বুকের মধ্যে ঢাক বাজছে
ধমনীতে উঠছে কোরাস।

ভয় ভাঙছে, জয় করবো
অন্ধকারের জন্মভিটে,
লিখবো অনুশাসন পর্ব
মধ্যমা আর তর্জনীতে।

Comments :0

Login to leave a comment