POETRY: MUKTADHARA — ARINDHUM GHOSH / 21 NOVEMBER

কবিতা — যুদ্ধ, প্রতিবাদ / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  ARINDHUM GHOSH  21 NOVEMBER

মুক্তধারা

কবিতা

যুদ্ধ, প্রতিবাদ

অরিন্দম ঘোষ


প্রতিশোধ নেবার অন্যায় অভিলাষ আর ধ্বংসের মারণ খেলা...
ইসরাইল চালিয়ে যাচ্ছে...

হাসপাতালে মিসাইল পড়ছে! 
মারা গেছে শিশু আর রোগী সহ বহু মানুষ;
ইসরাইল রাষ্ট্রশক্তি মরিয়া ক্ষমতা দখল করতে

ভূমি থেকে আকাশ বাতাসে 
দখল করতে চেষ্টা সবটুকু আর 
তাঁরা নিজেদের 
মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে!

অসাধারণ একটা ইতিহাস লেখা থাকুক
"বিশ্ব ইতিহাসের পাতায় " 
সারাবিশ্ব এই হামলার নিন্দা করছে...
কিন্তু  
নিহত মানুষ গুলোর প্রত্যেকের মুখে লেগে থাকা 
মুচকি হাসি আমাদের কিন্তু 
একটু পড়াশোনা করতে শেখায়...

বিষয়:-
কবরের কান্না কাকে বলে!
নিরবতা বাস্তবিক কিছু দেখায়...

(ইসরাইলদেশের প্রতি নিন্দা জানিয়ে, যুদ্ধের প্রতিবাদ করে)

Comments :0

Login to leave a comment