POETRY: MUKTADHARA — DILIP GHOSH / 25 NOVEMBER

কবিতা — উদ্ধারের অপেক্ষায় / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  DILIP GHOSH  25 NOVEMBER

মুক্তধারা

কবিতা

উদ্ধারের অপেক্ষায়
দিলীপ ঘোষ


করুণ আর্তি সুড়ঙ্গে, -- বাঁচান, আমাদের বাঁচান
চোখের জলে আর্তি জানায়, - পরিবার, সন্তান
মুক্ত বাতাসে শ্বাস নিতে নিতে কর্মকর্তারা জানান
হচ্ছে, দেখছি, -- আশ্বাসের বাণী শোনান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একচল্লিশ জন
উদ্বিগ্ন দেশের মানুষ, আত্মীয় পরিজন
উদ্ধারের কাজ হাঁটে শামুকের গতির মত
প্রশ্ন একটাই, -- উদ্ধারের নিশ্চয়তা,
                                   তাড়াতাড়ি হবে কত

বুক দুরু দুরু করে, অস্থির অনিশ্চয়তা বাড়ে
চিড়ে ভেজে না শুধু কথার বাগড়ম্বরে
জিজ্ঞাসা একটাই, -- সুড়ঙ্গে অবরুদ্ধরা 
                          কখন ফিরবে মুক্ত বাতাসে
গোটা দেশ, আত্মীয়-স্বজন কখন পারবে হাসতে

এখন  অপেক্ষা উদ্ধারের
দেশ, আত্মীয় পরিজন অধীর আগ্রহে।

Comments :0

Login to leave a comment