POETRY: MUKTADHARA — PRONAB KUMAR CHAKRABORTY

কবিতা — ভোরের আগের ট্রেনে / মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY MUKTADHARA  PRONAB KUMAR CHAKRABORTY

কবিতা

ভোরের আগের ট্রেনে
প্রণব কুমার চক্রবর্তী

যখন তুমি দূর নক্ষত্রে চোখ রেখে বিভোর 
এখানে তখন 
উদগ্র বাসনার আগুনে তোলপাড় হচ্ছে
             মানুষের পাশবিক প্রেম

উন্মত্ততার নখরে ছিহ্ন-ভিন্ন
স্বপ্ন-শয্যার সাজানো ফুলের পাপড়িগুলো
রতি-শৃঙ্গারে
নীরবাতা ভাঙে
চোখের কোল বেয়ে
বিগলিত করুণার মতো
            নেমে আসে অশ্রুধারা ......

এখানে এখনো সারাক্ষন খেলা করে অবুঝ বাতাস

মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
এখানে এখনো ছবি আঁকে ভালবাসা 
এখনো গান গায় উদাসী বাউল বাতাস ......

এখানে এখনো
পথ চেয়ে বসে আছে -
           মাতা, জায়া, ভগ্নিরা সব

তার লাগি
যে গিয়েছে আচম্বিতে চলে
দূরের নক্ষত্রের দেশে .....

দ্যাখো,
ফেরানো যায় কিনা সব ভোরের ট্রেনের আগে ......

Comments :0

Login to leave a comment