POETRY: Natunpata — TUMPA MITRA SARKAR

কবিতা — গরমের ছড়া / নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY Natunpata  TUMPA MITRA SARKAR

কবিতা

গরমের  ছড়া
টুম্পা মিত্র সরকার


 

বাইরে গেলে ভুলবে নাকো
সঙ্গে নিতে ছাতা
নরম সুতীর জামা পরো
হয় যেন ফুলহাতা৷

ঠাণ্ডা শীতল পান্তা খেয়ো
শাক-সব্জি-পাতা
অনেকখানি স্বস্তি দেবে
খড়োচালের বাতা৷

ভেবো নাকো জ্ঞান দিচ্ছি
বকছি মিছে যা তা
আর শোনো, হ্যাঁ, পারলে খেয়ো
লস্যি দু-এক হাতা

Comments :0

Login to leave a comment