POETRY: SHARAD MUKTADHARA — ARINDHAM GHOSH

কবিতা — বিবর্তনবাদ, দুর্গাপুজো / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  ARINDHAM GHOSH

শারদ মুক্তধারা

কবিতা

বিবর্তনবাদ, দুর্গাপুজো
অরিন্দম ঘোষ

ক্লান্ত মানবিক মহা প্রাচীন পথ ঘাট অন্য দৃষ্টি 
তন্দ্রাচ্ছন্ন জৈবিক বিবর্তনবাদ, দুর্গাপুজো 
গলি থেকে রাজ পথ আর পাঁচ দিনের সৃষ্টি 
নিরীহ বধ্যভূমি-রক্তাক্ত, মৃত্যুর কারণ খুঁজো

আমার বাড়িতে পাখি পোষার বসন্তের
সোনালী যুগ....
খাঁচার ভিতর স্বাধীনতা যুদ্ধ
অসুর বধের কাহিনী।


 

Comments :0

Login to leave a comment