POETRY: SHARAD MUKTADHARA — ATANU CHATTAPADHAYA

কবিতা — দুর্গার দুর্গতি / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  ATANU CHATTAPADHAYA

শারদ মুক্তধারা

কবিতা

দুর্গার দুর্গতি
অতনু চট্টোপাধ্যায়

দুর্গা, সে তো কাজে গেছে
খোঁজ করতে ভাত
দুটো হাতেই করে সে কাজ
কোথায় পাবে দশহাত?
সারাবছর চলছে দুর্গার অশেষ দুর্গতি
হাতে যে তার নেইকো অস্ত্র
লজ্জা ঢাকতে নিজেই ভাবে
নেইকো কোনো বস্ত্র
অশ্লীল ইঙ্গিত চলতে থাকে 
মা হয় না কভু ধাত্রী
ধর্ষিতা তো হচ্ছে রোজ কত শত
দুর্গারা সব কাটায় কালরাত্রি।

Comments :0

Login to leave a comment