POETRY: SHARAD MUKTADHARA — GITALI CHAKRABORTY

কবিতা — ঠাকুর দেখা / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  GITALI CHAKRABORTY

শারদ মুক্তধারা

কবিতা

ঠাকুর দেখা
গীতালি চক্রবর্তী


কেমন কাটছে পুজো?
চারিদিক আলোর সাজে,
পুজোর গন্ধ সাথে
নতুন শাড়ির ভাঁজে
পরিপাটি সাজগোজে
প্যান্ডেলে রাতভোর
রকমারি ভুঁড়িভোজ
ঠিকঠাক দেখেছো কি
মা দুর্গার মুখ ?
নাকি থিমেই আটকে চোখ?
দামি পুজো, নামি মন্ত্রী,
ঠেলা গুঁতো হয়রানি,
তবেই হবে ঠাকুর দেখা
নিজের উঠেছে ছবি 
ফেসবুকে দেখে সুখ। 
সুখের স্মৃতি আজও আটকে ছেলেবেলার 
মাদুর্গার একচালা মূর্তিতে। 
ঠাকুর দেখার মূল্যায়ন আজ
গভীরতর ভাবনা জাগায় - 
যে ছেলেটা দাঁড়িয়ে পথে 
হাত পেতেছে খিদের জ্বালায়
তারও তো ইচ্ছে ছিল 
মায়ের সাথে ঠাকুর দেখার। 


 

Comments :0

Login to leave a comment