POETRY: SHARAD MUKTADHARA — GOURI SENGUPTA

কবিতা — শক্তিরূপেণ / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  GOURI SENGUPTA

শারদ মুক্তধারা

কবিতা

শক্তিরূপেণ
গৌরী সেনগুপ্ত


বর্ণচ্ছটায় মা এসেছে শক্তিতে অনন্যা
তবু বলি ধর্ম কেন এতদূর বঞ্চনা ।

শিকড় দিয়ে আঁকড়ে থেকেও হচ্ছে ক্রমে শূন্য
এক স্তবেতেই মধ্যরাত আদিমতা আসন্ন ।

গাঁয়ের নাম ভূবনডাঙা পথের বাঁকে যে ঘর
স্নেহটার সঞ্চয়ে থাকে আঁধার জীবনভর ।

ঢাকের তালে নাচছে শহর মুখোশ পড়ার ঝড়
সৌরধুলোর অন্ধকারে সব অ্যাভিনিউর ঘর ।

নাচছে এক –এর পল্লি থেকে বিজ্ঞাপনের দাস
দম বাড়ছে ভেলপুরিতে অনন্ত উচ্ছ্বাস ।

শামিয়ানায় ধুম লেগেছে নিয়ম অতঃপর
শ্যাম আর সামুর বস্তিতে শুধু ছড়িয়েছে গহ্বর ।

জল ভাঙছে ঘর ভাঙছে তিস্তার হড়কায়
প্লাবন জলে জ্যোৎস্নাময়ী বংশ যে ভাসায় ।

যুক্তিতর্ক তুলছি যদিও দুর্গতি আজ্ঞায়
বেকার মঞ্চ আকাশ মুখে দীর্ঘ প্রতীক্ষায় ।

ঘুর্ণি থেকে চোখ তুলি মা সংহারে পিপাসু
অবলীন মেঘ । মানবতা জাগো সর্বভূতেষু  ।

Comments :0

Login to leave a comment