Tea workers Protest

বোনাস বঞ্চনার প্রতিবাদে আন্দোলনে বানারহাটের চা শ্রমিকরা

জেলা

ডুয়ার্সের বানারহাট ব্লকের চুনাভাটি চা বাগানে কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত শ্রমিকেরা শনিবার সকাল ৮টা থেকে ভারত-ভুটান আন্তর্জাতিক সড়ক অবরোধ করে বোনাস বঞ্চনার প্রতিবাদে তীব্র আন্দোলনে নামলেন। কর্তৃপক্ষ একবারে ২০ শতাংশ বোনাস প্রদানের বদলে তা দু’দফায় প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানোর বিরুদ্ধে এদিন শ্রমিকদের ক্ষোভ বিক্ষোভে পরিণত হয়। শ্রমিকদের অভিযোগ, প্রথম ধাপে মাত্র ১২ শতাংশ বোনাস দেওয়া হয়েছে, বাকী ৮ শতাংশ কবে প্রদান করা হবে তা নিয়ে প্রশাসন থেকে কোনো স্পষ্টতা নেই। শুধু তাই নয়, গত ছয় সপ্তাহের মজুরি এখনো বকেয়া রয়েছে। এই দীর্ঘ বঞ্চনা সহ্য করতে না পেরে তাঁরা ভারত-ভুটান সড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। অবরোধ চলাকালীন তিন ঘণ্টা যাবৎ যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকায় সীমান্তে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ ও প্রশাসন দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নিলেও শ্রমিকেরা তাদের ন্যায্য দাবি আদায়ের প্রতিবাদে অটল থাকেন। প্রাথমিক আলোচনার পরে প্রশাসনের আশ্বাসে সকাল ১১টার দিকে অবরোধ উঠে যায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাগান ছেড়ে পালিয়ে যায় বানারহাট ব্লকের চামুর্চি, রেডব্যাংক ও সুরেন্দ্রনগর চা বাগানের ম্যানেজাররা। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে দিনভর চা বাগানের শ্রমিকরা ভারত-ভুটান ও ১৭ নং জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। এ যেন চা বাগান শ্রমিকদের দীর্ঘদিনের অনুপযুক্ত পরিস্থিতির বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন। প্রতিবাদী শ্রমিকেরা জানাচ্ছেন, তাঁদের ন্যায্য দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার হবে। এই সামাজিক সংকটের সমাধান না হলে ডুয়ার্সের চা শিল্পের শ্রমিক সমস্যা আরও গভীর আকার ধারণ করবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সচেতন মহল।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন