POETRY: SHARAD MUKTADHARA — PRADIP CHAKRABORTY

কবিতা — সর্বজনীন / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  PRADIP CHAKRABORTY

শারদ মুক্তধারা

কবিতা

সর্বজনীন
প্রদীপ চক্রবর্তী 

শিউলির বেলা এখনই কেন শেষ
ঢাকের বোলেও রাতুল প্রসব সুখ
পরিয়ে দাও ওকে আগুনরঙা বেশ
কামিজের নীচে শারদীয় ধুকপুক

ফিরোজা আকাশে পাখি ঝাঁকে ঝাঁকে
আমা বিবেক নিয়ে অযথা মনস্তাপ
কেন পিছু ডাকো উৎসব কোলেকাঁখে
পথে মণ্ডপে মানুষে মানুষে ছয়লাপ

প্রকৃতি এখন খরতাপ ছেড়ে  মঙ্গলে
সুখ ভাসে অবোধ্য সার্বজনিক সংলাপে
শারদ সংক্রমণে নন্দিত মন দোলে
শান দেওয়া মন মুক্ত_রেখো না খাপে।।


 

Comments :0

Login to leave a comment