POETRY: SHARAD MUKTADHARA — SOUMITRA MAZUMDER

কবিতা — শরৎ বন্দনা / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  SOUMITRA MAZUMDER

শারদ মুক্তধারা

কবিতা

শরৎ বন্দনা
সৌমিত্র মজুমদার

বছর ঘুরে প্রতিবারই 
     আসে শরৎকাল,
মণ্ডপেতে দুগগা হাসেন
     শুনি ঢাকের তাল ;
কাঁসর বাজে কাইনানাতে
     শিউলি ঝরে ভোরে 
সবাই থাকি খুশির নেশায়
     সুখ ও মজার ঘোরে ! 
প্রিয়জনের ঘরে ফেরাও
     এই শরতেই জানি,
খাওয়া-ঘোরার নেইকো নিয়ম
     কোনোই মানামানি
শরৎ আনে মিলন আবেশ
     শোনায় প্রেমের গান --
তাইতো সবার শরৎ-প্রীতি
     মন করা আনচান।

 

Comments :0

Login to leave a comment