POETRY: SHARAD MUKTADHARA — SWAPAN PAL

কবিতা — কোথায় পুজোর সাজ / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

POETRY SHARAD MUKTADHARA  SWAPAN PAL

শারদ মুক্তধারা

কবিতা

কোথায় পুজোর সাজ 
স্বপন পাল

নাকুড়-তাকুড় বাদ্যি বাজে দুর্গা এল গাঁয়ে 
কাশফুলেরা দিচ্ছে উলু শিশির ভেজা পায়ে। 
দূর গাঁয়ে কার কান্না শুনি খুকুর আর্তনাদ 
আলপথে আজ বড্ড আঁধার আনন্দ বরবাদ। 
সোনার ফসল ফলিয়ে কিষান জলের দামে বিকোয়, 
চোখের জলে কোন্ কিষানি তবুও উঠোন নিকোয় !

শূন্য গোলা শূন্য মাচা শূন্য উঠোন আজ
খুকুর বাপ ফেরেনি ঘর কোথায় পুজোর সাজ ? 
স্বজনহারা খবরও ছড়ায় রূপসা নদীর তীরে, 
আগমনির গান জাগে কই কিষান পাড়ার নীড়ে ?

রাত্রি নিঝুম বোলান গানে জাগল কি দূর গাঁ ! 
তুষ-আগুনে রাঁধে কে ভাত ? মানবী দুর্গা !!

Comments :0

Login to leave a comment