PARA TEACHERS AGITATION

পার্শ্ব শিক্ষকদের মিছিল, ডেপুটেশন বিকাশ ভবনে

রাজ্য

PARA TEACHERS AGITATION বৃহস্পতিবার পার্শব শিক্ষকদের বিক্ষোভ। ছবি: অভিজিৎ বসু

জাতীয় শিক্ষানীতি বাতিল, সুপ্রিম কোর্টের রায় মেনে সমকাজে সমবেতন চালুর করার মতো একাধিক দাবিতে বিক্ষোভ দেখালেন পার্শ্ব শিক্ষকরা। নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান করে। বিধাননগর পিএনবি মোড় থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় তন্তুজ ভবনের সামনে। 

সেখানে সংক্ষিপ্ত সভা হয়। চারজনের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর কাছে যায় বিকাশ ভবনে। শিক্ষামন্ত্রী ছিলেন না, শিক্ষা দপ্তরের আধিকারিকরা ডেপুটেশন নেন। সিআইটিইউ পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি সুভাষ মুখার্জি এবং সম্পাদক অনাদি সাহু, নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক এবং সভাপতি সহ নেতৃবৃন্দ।

 

পার্শ্ব শিক্ষকরা নিয়মিত শিক্ষকদের মতোই দায়িত্ব পালন করলেও বেতন পান সামান্যই। তাঁরা দাবি তুলেছেন টেট পাশ শিক্ষকদের নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। পার্শ্ব শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে নিযুক্তির দিন থেকে। দিতে হবে পেনশন।

Comments :0

Login to leave a comment