Parliament

দুপুর ২টো পর্যন্ত মুলতুবি সংসদ

জাতীয়

ফের মুলতুবি হলো সংসদের দুই কক্ষের অধিবেশন। মঙ্গলবার দুপুর দু’টো পর্যন্ত অধিবেশন মুলতুবি হয়েছে। রাজ্যসভার নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিয়েছেন বিরোধী সাংসদরা। 

এদিন অধিবেশন শুরুর আগে বিরোধী ১৬টি দল ফের বৈঠক করে। কংগ্রেস, সিপিআই(এম), সিপিআই, আরজেডি, জনতা দল (ইউ), এনসিপি’র মতো দলগুলির সংসদীয় নেতৃত্ব অংশ নেন বৈঠকে। 

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সোমবার। লন্ডনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষণের প্রতিবাদে সংসদের দুই কক্ষেই কেন্দ্রীয় মন্ত্রীরা ক্ষমা চাওয়ার দাবি জানান। বিবাদ শুরু হয় তা নিয়ে। বিরোধীদের বক্তব্য, সরকারই গোলমাল পাকিয়ে অধিবেশন মুলতুবি করতে নেমেছে। আসল লক্ষ্য আদানি কেলেঙ্কারি, বেকারি, মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা আটকানো। 

আদানি গোষ্ঠী সংক্রান্ত বেনিয়মে কেন্দ্রের সরকারের, বিশেষ করে, প্রধানমন্ত্রীর ভূমিকা বের করতে সংসদে সোচ্চার থাকার অবস্থান নিয়েছেন বিরোধীরা। আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি’র ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য মিলেছে। স্টেট ব্যাঙ্কের বিনিয়োগ রয়েছে। কার নির্দেশে এই বিপুল সহায়তা, প্রশ্ন তুলছেন বিরোধীরা। এমনকি আদানির শেয়ার দাম পড়তে থাকার সময়েও বিনিয়োগ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিল এলআইসি। কোটি কোটি মানুষের সঞ্চয় উবে যাওয়ার আশঙ্কা রয়েছে, বলেছেন বিরোধীরা। 

দুই কক্ষে অধিবেশনের শুরুতে সংসদীয় কমিটির তদন্তের দাবিতে ফের সরব হন বিরোধীরা। রাজ্যসভার সদস্য নন রাহুল। তা’হলে রাজ্যসভার কোন বিধিতে তাঁকে ক্ষমা চাওয়ার দাবি তুললেন পীযূষ গোয়েল, প্রশ্ন তুলছেন বিরোধীরা। 

Comments :0

Login to leave a comment