Pediatrician Arun Singh's protest against business over health

স্বাস্থ্য নিয়ে ব্যবসার প্রতিবাদ শিশু বিশেষজ্ঞ অরুণ সিংয়ের

জেলা

সমাজের মূল সম্পদ হচ্ছে মা ও শিশু। মা ও শিশু নিরাপদ না থাকলে সে দেশের কোনও ভবিষ্যৎ নেই। রবিবার বহরমপুরে এসে একথা বললেন শিশু বিশেষজ্ঞ ডাঃ অরুণ সিংহ। বহরমপুরে পিপলস রিলিফ কমিটির সাধারণ সভায় সেমিনারে অংশ নেন তিনি। রবিবার টেক্সস্টাইল কলেজে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তিনি বলেন, "বিজ্ঞান যদি জানতে হয় তাহলে মানুষকে বোঝাতে হবে বাচ্চা যখন জন্মায় তখন কোনও ধর্ম-জাত থাকে না। বিজ্ঞানের ব্যাবহারিক প্রয়োগ জানতে হয়ে সবাইকে। কম্পিউটারের মধ্যেও অনেকে অ্যাস্ট্রোলজির খোঁজ করে। সত্যিকারের বিজ্ঞান মনস্ক হওয়াটা একটা জিনিস আর বিজ্ঞান নিয়ে কাজ করাটা আলাদা জিনিস। ডাক্তার হওয়াটা আলাদা জিনিস আর ডাক্তারি বোঝাটা আলাদা জিনিস। ডাক্তারি বোঝার জন্য প্রকৃতিকে বুঝতে হবে।"
অরুণ সিংহ বলেন, "হেলথের পলিসি ডাক্তার ঠিক করে না। ঠিক করে রাজনৈতিক ব্যবস্থা। পলিটিক্যাল ফোরাম। তারা আজকে চাইছে স্বাস্থ্য নিয়ে ব্যবসা করতে।"

ডাঃ ফুয়াদ হালিম বলেন, "কেন্দ্র ও রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের দেশে কেন্দ্রীয় সরকার যেভাবে বাজেট বরাদ্দ কমাচ্ছে। যেভাবে মূল্য বৃদ্ধির অনুপাতে বাড়ার কথা সেটা বাড়ছে না, আসলে কিন্তু বাজেট কমে যাচ্ছে। গোটা ভারতবর্ষের ২০১৪-১৫ তুলনায় রক্ত স্বল্পতা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। বিশেষ করে মা ও শিশুদের মধ্যে। পশ্চিমবঙ্গে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। ১৫ বছর আগে যেখানে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ১ হাজারের কম মানুষ আক্রান্ত হতো এখন তা প্রায় ৭০ হাজারের আক্রন্ত হয়। পশ্চিমবঙ্গে মাতৃ মৃত্যুর হার নিম্নমুখী থেকে উর্ধমুখী হয়ে গেল। এই সময়ে যেভাবে ওষুধের দাম বাড়ছে তা ভয়ঙ্কর। জিএসটির স্বাদ রাজ্য ও কেন্দ্র পেয়ে গেছে ওষুধ বিক্রি করে।"

Comments :0

Login to leave a comment