Gujrat Judiciary

রাহুলের কারাদণ্ড মামলার বিচারকের
পদোন্নতিকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে

জাতীয়

গুজরাটে মোট ৬৮ জন বিচার বিভাগীয় অধিকারিকদের পদোন্নতির সিদ্ধান্তের বিরোধিতায় আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। এই তালিকায় রয়েছে হরিশ হাসমুখভাই ভার্মাও, যিনি রাহুল গান্ধীর কারাদণ্ডের নির্দেশ মামলায় বিচারপতি ছিলেন। 

দেওয়ানি মামলার দুই বিচারপতি  রবিকুমার মেহতা এবং শচীন প্রতাপ্রয়া মেহতা সুপ্রিম কোর্টে এই আবেদন দায়ের করেছেন। তাঁদের অভিযোগ, ১০ মার্চ গুজরাট হাইকোর্ট পদোন্নতির একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকা বাতিল করে দেয় গুজরাট সরকার। নতুন তালিকা প্রকাশ করে সরকারই। এই প্রক্রিয়া বিধি অনুযায়ী সম্পন্ন হয়নি। 

মানহানি মামলায় রাহুল গান্ধীকে দু’বছরে জেলের সাজা দেয় সুরাটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। সেই রায়ে স্থগিতাদেশের আবেদন জানিয়ে রাহুল যান সুরাটের জেলা এবং নগর দায়রা আদালতে। এই আদালতেই মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট ভার্মা। খারিজ হয় রাহুলের আবেদন। এই মামলা এখন গুজরাট হাইকোর্টের বিবেচনাধীন। 

সুপ্রিম কোর্টে ভার্মা সহ ৬৮ বিচারপতির পদোন্নতিত মামলা রয়েছে বিচারপতি এমআর শাহের নেতৃত্বাধীন বেঞ্চে। ৮ মে হবে শুনানি।

Comments :0

Login to leave a comment