Poetry — ASTAPADA MALIK / NATUNPATA - 6 November

কবিতা — আজব দেশ / নতুনপাতা

ছোটদের বিভাগ

Poetry  ASTAPADA MALIK  NATUNPATA - 6 November

নতুনপাতা

কবিতা

আজব দেশ
অষ্টপদ মালিক

চারিদিকে মারামারি
বিপদ ক্ষণে ক্ষণ
ভয় ভয় পরিবেশ
ভালো কার মন ?

কত শিশু পাচার হয়
নয়ছয় প্রাণ
কেউ আর গায় না
ভালোবাসার গান।

পথে পথে ঘুরে বেড়ায়
অন্নহীন মানুষ
দিশেহারা মানুষজন
সবাই যেন ফানুস ।

আমরা কেউ ভালো নেই
নেই ভালোর রেস
সুখ নেই শান্তি নেই
আজব এই দেশ ।


 

Comments :0

Login to leave a comment