Poetry — PAPIYA GHOSH SINGHA / MUKTADHARA - 18 NOVEMBER

কবিতা — যুদ্ধবাজ / মুক্তধারা

সাহিত্যের পাতা

Poetry  PAPIYA GHOSH SINGHA  MUKTADHARA - 18 NOVEMBER

মুক্তধারা

কবিতা

যুদ্ধবাজ
পাপিয়া ঘোষ সিংহ

তৃতীয় বিশ্বে একাধিপত্য কায়েম
    এতো তোমার পরিকল্পনা।
যুদ্ধ জিইয়ে রাখো,যুদ্ধবাজ তৈরি করো।
অপেক্ষাকৃত দুর্বলের বিরুদ্ধে সবলকে লেলিয়ে দাও।

আমি আমরা কখনও যুদ্ধ চাইনি,
আমাদের প্রতিপক্ষকে উসকে 
স্বাধীনতা হরণ করেই চলেছো।
অধিকার তো কেড়ে নিতে হয়।
আমরা তো নিজেদের অধিকার কেড়ে নিতেই চেয়েছিলাম।

এত মৃত্যু, এত হাহাকার! আগুন, বোমা-বারুদ
জ্বলছে বাড়ি থেকে হাসপাতাল, আমরা তা চাইনি। 
এয়ার স্ট্রাইক করে শরণার্থী শিবিরে যাওয়ার পথ আটকালে,
নিরাপত্তাহীন,খাদ্য-বস্ত্র-বাসস্থান হীন আমরা নিঃস্ব। 
তোমরা রাষ্ট্রসংঘ মানো না।
বাধা সত্ত্বেও বিরতিতে সম্মতি নাই তোমাদের।

ইউক্রেন-রাশিয়া হোক বা ইরান-ইরাক
আবার কখনও ইসরায়েল-প্যালেস্টাইন।
ধন - মান, ক্ষমতা কুক্ষিগত করা তোমার নেশা,
কিছু উন্নয়নশীল দেশের রাষ্ট্রনায়ক তোমার ধ্বজা ধরা।

না, উৎসব আসবে, একাত্মতার উৎসব।
মানুষ বিদ্রোহ করবে যুদ্ধবাজ তোমার বিরুদ্ধে,
গণতন্ত্র - মানবাধিকার রক্ষার যুদ্ধ হবে।
বিশ্বশান্তির বার্তা নিয়ে মুক্তকামী মানুষ একত্রিত হয়ে
পৃথিবী থেকে সাম্রাজ্যবাদী আগ্রাসনকে ধ্বংস করবে।

Comments :0

Login to leave a comment