Tea Garden Workers

উৎসব শেষ তবু মেলেনি বোনাস, বিক্ষোভ চা শ্রমকদের

জেলা

লুকসান চা বাগানে বোনাসের দাবিতে বাগান কার্যালয়ের সামনে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ।


উৎসবের পরেও মেলেনি বোনাস, গুরুতর সমস্যার মুখোমুখি লুকসান চা বাগানের অস্থায়ী শ্রমিকরা। সমস্যায় পরিবারের সদস্যরা। দুর্গাপুজা শেষ কিন্তু এখনও বোনাস পেল না নাগ্রাকাটা ব্লকের লুকসান চা বাগানের অস্থায়ী শ্রমিকরা। তাই স্বভাবত ক্ষিপ্ত অস্থায়ী শ্রমিকরা সোমবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত চা বাগানের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অস্থায়ী শ্রমিকদের দাবি দ্রুত বোনাস দিতে হবে চা বাগানের অস্থায়ী শ্রমিকদের। সেই সঙ্গে তাদের ন্যয্য পাওনা তারা  দাবি করেন। অস্থায়ী শ্রমিকরা ছাতা, চপ্পল, সাল, ছুটি পাওয়ার হক আছে। স্থানীয় অস্থায়ী শ্রমিক নিলম কাছুয়া, ব্রিজমুনি ওরাও, অভয় ওরাও বলেন দুর্গা পুজা শেষ সামনে দীপাবলী আসছে কিন্তু বোনাস দিচ্ছে না। বাগানের  সঞ্চালক প্রতিদিন বলেন আজকালের মধ্যে দেওয়া হবে বোনাস। কিন্তু সেই আজকাল আর আসে না। চা শ্রমিকরা রক্ত জল করে কাজ করি, কিন্তু আমাদের শ্রমের কোন মূল্য দেয়না মালিক। আমাদের একটিই দাবি দ্রুত বোনাস দিতে হবে। তাদের অভিযোগ চা বাগানে ৫০০ অস্থায়ী শ্রমিক আছে তাদের মধ্যে মাত্র ৩০ শ্রমিককে বাগানের সুবিধা দেওয়া হয়। কেন এই ভেদাভেদ।  অস্থায়ী শ্রমিকরা তাদের অধিকার আদায় করে ছাড়বেন। বাগানের শ্রমিক সংগঠন এই দাবিকে সমর্থন জানিয়েছে।
 

Comments :0

Login to leave a comment