QUIZ / NatunPata — AML KAR / 14 December - ANS.

বলতে পারো — অমল কর / নতুনপাতা — সমাধান ১৪ ডিসেম্বর

ছোটদের বিভাগ

QUIZ  NatunPata  AML KAR  14 December - ANS

নতুনপাতা

বলতে পারো 

অমল কর

সমাধান ১৪ ডিসেম্বর

জিজ্ঞাসা

১)টি-২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রান কে করেন ?ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান কে করেন ?
২)টি-২০ ক্রিকেটে বিশ্বের কে কে 
সর্বাধিক ৪টি শতরান করেন?
৩)অশোকচক্রে কতগুলো স্পোক আছে।
৪) ভারতের জাতীয় সংগীত গাইতে
কত সময় ব্যয় হয়?
৫)এশিয়া মহাদেশে মোট কতগুলো দেশ আছে?
৬) চলচ্চিত্র অভিনেতা সলমন খান -এর
প্রকৃত নাম কি?

সমাধান

১)টি-২০ ক্রিকেটে অষ্ট্রেলিয়ার গ্লেন
ম্যাক্সওয়েল বিশ্বে সর্বোচ্চ রান করেন 
শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ বলে ১৪৫ রানে
অপরাজিত থেকে। ভারতের সর্বোচ্চ রান
করেন ঋতুরাজ গায়কোয়াড় অষ্ট্রেলিয়ার 
বিরুদ্ধে ১২৬ রানে অপরাজিত থেকে। 
২)টি-২০ ক্রিকেটে ভারতের রোহিত শর্মা
৪টি শতরান করেন ১০৬, ১১৮,১০০ অপরাজিত ও ১১১ অপরাজিত।
এ ছাড়া অষ্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলও ৪টি শতরান করেন  ১৪৫,১০৩,১১৩ ও ১০৪__সবক-টি অপরাজিত ।
৩)অশোকচক্রে মোট ২৪ টি স্পোক আছে।
৪) ভারতের জাতীয় সংগীত গাইতে ৫২
সেকেন্ড সময় লাগে 
৫) এশিয়ায় মোট ৪৮টি দেশ আছে।
৬) চলচ্চিত্র অভিনেতা সলমন খান-এর আসল নাম আবদুল রশিদ গোলাম সলমন।

Comments :0

Login to leave a comment