QUIZ NATUNPATA 24 MAY ANS.

নতুনপাতা বলতে পারো সমাধান ২৪ মে

ছোটদের বিভাগ

QUIZ NATUNPATA 24 MAY 2023 ANS

বলতে পারো

অমল কর

জিজ্ঞাসা

১) আমেরিকার লনটেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামস-এর খেতাব প্রাপ্তির পরিসংখ্যান কি?

২) কোন্ একমাত্র বিশ্বকাপ ফুটবল খেলোয়াড় বিগত ৫টি বিশ্বকাপেই গোল করেন?

৩) ভারতে এখন কতজন ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন?

৪) পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে?

৫) ঈশপ'স ফেবলস্ (Esope's Fables )-এ মোট গল্পের সংখ্যা কতগুলো ?

৬) ভারতীয় মহাকাশ গবেষণাসংস্থা "ইসরো"-র পুরো  কথা কি?

সমাধান

১) ২৩ টি সিঙ্গলস, ১৪টি ডাবলস,২টি মিক্সড ডাবলস, অলিম্পক্সে ৪টি সোনা(১টি সিঙ্গলস , ৩টি ডাবলস)।

২) পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো ২০০৬ জার্মানিতে ইরানের বিরুদ্ধে ১টি, ২০১০ দক্ষিণ আফ্রিকায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে ১টি , ২০১৪ ব্রাজিলে ঘানার বিরুদ্ধে ১টি,২০১৮ রাশিয়ায় স্পেনের বিরুদ্ধে হ্যাট্রিক ও মরক্কোর বিরুদ্ধে ১টি  
এবং ২০২২ কাতারে মরক্কোর বিরুদ্ধে (পেনাল্টিতে) ১টি গোল করেন।

৩) ভারতে ২৬ কোটি ২৫ লক্ষ লোক ইউটিউব , ৩২ কোটি ৯০ লক্ষ লোক ফেসবুক এবং ৪৫ কোটি ৯০লক্ষ লোক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন।

৪) পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হরসাবে আয়েশা মালিক । ২০১২ সালে তিনি লাহোর হাইকোর্টের বিচারপতি ছিলেন।

৫) ঈশপ'স ফেবেলস্- এ মোট গল্পের সংখ্যা ১৫০ টি।

৬) "ইসরো"-র পুরো কথা "ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গেনাইজেশন"।


 

Comments :0

Login to leave a comment