QUZEE / NatunPata — AML KAR / 14 September 2023 - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান / ১৪ সেপ্টেম্বর - নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  14 September 2023 - ANS

বলতে পারোনতুনপাতা

অমল কর  

সমাধান / ১৪ সেপ্টেম্বর 

 

 

জিজ্ঞাসা 
১) ভারতীয় টেস্ট ক্রিকেটার
ইরফান পাঠান-এর টেস্ট ও ওডিআই খেলার পরিসংখ্যান দাও।
২)অতীতদিনের খ্যাতিমান পাঁচজন ভারতীয় মুসলিম ফুটবলারের নাম বলো।
৩) অভিনেত্রী গীতা দে প্রথম ও শেষ কোন্ কোন্ চলচ্চিত্রে অভিনয় করেন ।
৪)একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে মোট কতগুলো অস্থি থাকে?
৫)বিশ্ব কোন্ বৃক্ষ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়?
৬) সৌরজগতের মধ্যে সবচেয়ে বেশি বেগের ঝড় কোথায় কত
গতিতে প্রবাহিত হয়?

 

 

সমাধান 
১) ভারতের ক্রিকেটার ইরফান পাঠান ২৯টি টেস্টে ১০০উইকেট
(২০০৬ সালে করাচি টেস্টে হ্যাটট্রিক)এবং ১২০টি ওডিআই ম্যাচে ১৭৩ উইকেট পান ।
২)অতীতদিনের খ্যাতিমান পাঁচজন ভারতীয় মুসলিম ফুটবলার হলেন তাজ মহম্মদ,সৈয়দ আবদুস সামাদ,মহম্মদ সেলিম , আহমেদ মহম্মদ খাঁ 
এবং মহম্মদ হাবিব।
৩)মাত্র ৬ বছর বয়সে ১৯৩৭ সালে ধীরেন গাঙ্গুলি পরিচালিত "আহুতি" চলচ্চিত্রে গীতা দে প্রথম অভিনয় করেন এবং সর্বশেষ অভিনয় করেন ২০০৮ সালে রাজ চক্রবর্তী-র
"তুমি যে আমার" চলচ্চিত্রে ।
৪) একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে মোট ২০৬ টি অস্থি থাকে।প্রতিটি হাতে ৩২টি, প্রতিটি পায়ে ৩১ টি,
মাথায় ২৯টি,মেরুদণ্ডে ও নিতম্বে ২৬টি এবং বুকের পাঁজরে ২৫টি
অস্থি থাকে ।
৫)বিশ্বে বাঁশ গাছ সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায় । দিনে গড়ে ৩০ 
সেন্টিমিটারের বেশি বাড়ে ।
৬)ঘন্টায় সবচেয়ে জোরে,২০০০ কিমিরও বেশি বেগে, নেপচুনে ঝড় প্রবাহিত হয়।

 

Comments :0

Login to leave a comment