QUZEE / NatunPata — AML KAR / 26 October - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান - ২৬ অক্টোবর / নতুনপাতা

ছোটদের বিভাগ

QUZEE  NatunPata  AML KAR  26 October - ANS

নতুনপাতা

বলতে পারো —  অমল কর  

সমাধান - ২৬ অক্টোবর

জিজ্ঞাসা 
জিজ্ঞাসা 
১)চিনে অনুষ্ঠেয় সাম্প্রত এশিয়ান গেমসে ভারত মোট কতগুলো 
বিভাগে পদক পায়? 
২)  ২০২৩ চিনে ও ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ভারতের পদকের পরিসংখ্যান দাও ।
৩) বিশ্বের দীর্ঘতম নদী
কোনটি?
৪)বিশ্বে কবে কেন পালিত হয় " আভা লাভলেস ডে "?
৫) 'জীবনস্মৃতি' রবীন্দ্রনাথ ঠাকুর -এর কোন্ ধরনের রচনা?
৬) বিশ্বের বৃহত্তম মাছ কোনটি?


সমাধান 
১)চিনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ভারত মোট ২২টি বিভাগে পদক অর্জন করে।শুটিং ,অ্যাথলেটিক্স,
ইকুয়েস্ট্রিয়ান,উসু,তিরন্দাজি ,
স্কোয়াশ,কবাডি,ক্রিকেট ,
লনটেনিস ,হকি,রোয়িং ,বক্সিং ,
সেলিং ,ব্যাডমিন্টন ,
দাবা,ব্রিজ ,গল্ফ,কুস্তি ,
রোলার স্পোর্টস,
টেবিল টেনিস, কোনোইং ও সেপাক টাকরো বিভাগে।
২) ভারত এবার চিন এশিয়ান গেমসে ২৮টি সোনা  ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ নিয়ে মোট ১০৭ টি এবং ২০১৮ সালে জাকার্তায়   ১৬ টি সোনা,২৩ টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ নিয়ে মোট ৭০ টি পদক পায়।
৩) মিশরের নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী__৬৬৭০ কিমি লম্বা।
৪) কম্পিউটারের অন্যতম পথিকৃৎ
ও গণিতবিদ অগাস্টা আভা লাভলেস-এর সুকৃতির স্বীকৃতিস্বরূপ  ২০০৯ সাল থেকে প্রতি অক্টোবর মাসের দ্বিতীয় মঙ্গলবার বিশ্বে "আভা লাভলেস ডে" পালিত হয়।
৫) রবীন্দ্রনাথ -এর 'জীবনস্মৃতি '
আত্মজৈবনিক রচনা ।
৬) বিশ্বের বৃহত্তম মাছ ১২ মিটারের অধিক লম্বা হোয়েল শার্ক।?

 

Comments :0

Login to leave a comment