সুপ্রিম কোর্টেও বারবার ভর্ৎসনার মুখে পড়ছে রাজ্য। স্কুল নিয়োগ দুর্নীতিতে চাকরি গিয়েছে যোগ্য বহু শিক্ষক এবং শিক্ষাকর্মীর। তবু চিহ্নিত দাগিদের জন্য ‘ব্যবস্থার’ আশ্বাস দিতে বাধছে না মুখ্যমন্ত্রীর। এমনকি ‘শিক্ষক দিবস’ পালনের অনুষ্ঠানেও এমন প্রতিশ্রুতি বিলালেন মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার ‘ধনধান্য’ অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী বলেছেন, এসএসসি তালিকায় চিহ্নিত দাগি শিক্ষকদের ‘গ্রুপ সি’ ও ‘গ্রুপ ডি’ পদে নিয়োগের জন্য বিকল্প আইনি প্রক্রিয়া বিবেচনা করা হচ্ছে।
নিয়ম ভেঙে এবং দুর্নীতি করে যারা আদালতে চিহ্নিত এমন ‘দাগি’-দের পরীক্ষায় বসার ব্যবস্থা করেছিল স্কুল সার্ভিস কমিশন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশ করতে হয়েছে ‘চিহ্নিত অযোগ্য’ তালিকা। কিন্তু মাত্র ১৮০৬ জনের নাম তালিকায় থাকায় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টই।
তার পরও এদিন মুখ্যমন্ত্রী বলেছেন, "রাজ্য সরকার ২০১৬ সালের এসএসসি পরীক্ষার যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে।"
আদালতে যোগ্য পরীক্ষার্থীদের তালিকা দেয়নি রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন বা মধ্য শিক্ষা পর্ষদ। নথিও নষ্ট করা হয়েছে। যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়ায় বাতিল হয়ে গয়েছিল পুরো প্যানেলই। দুর্নীতি চক্রকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত, বলেছেন যোগ্য পরীক্ষার্থীরা।
মমতা ব্যানার্জি আরও বলেন, "আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে চিহ্নিত অযোগ্য শিক্ষকদের নিয়োগের জন্য বিকল্প নিয়ে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছি। যারা বছরের পর বছর ধরে শিক্ষকতা করছেন, কিন্তু 'অযোগ্য' হিসাবে চিহ্নিত হয়েছেন, তাঁদের জন্য আমি একটি আইনি সমাধান খোঁজার চেষ্টা করছি। হয়তো তাঁদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা যেতে পারে।"
MAMATA SSC
এবার চিহ্নিত অযোগ্যদের চাকরি দেওয়ার আশ্বাস মমতার

×
Comments :0