Quize

বলতে পারো ৪ মে উত্তর

ছোটদের বিভাগ

Quize

বলতে পারো

অমল কর

জিজ্ঞাসা

১) খনিতে ব্যবহত  DAVY-LAMP কে আবিষ্কার করেন? 
২) বাংলা ভাষার প্রথম মহিলা কবির নাম কি?
৩) কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? 
8) ডানা থাকলেও উড়তে না-পারা টিয়া প্রজাতির কাকাপো পাখি সম্বন্ধে কি জানো?
৫) জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারতির নাম কি?
৬) ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবলে কি পেলেন সোনার বল, সোনার বুট, সোনার গ্লাভস?

সমাধান

১) স্যার হামফ্রি ডেভি (১৭৭৮-১৮২৯)।
২) মনসামঙ্গল’ রচয়িতা দ্বিজবংশী দাসের কন্যা চন্দ্রাবতী, জন্ম – ১৫৫০, মৃত্যু – ১৬০০ সাল। জন্ম ওপার বাংলার কিশোরগঞ্জ জেলার পাতুয়াইর গ্রামে। দস্যু কেনারাম ও মলুয়া তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
৩) রবীন্দ্রনাথ ঠাকুর। ২৩/১২ /১৯১৮
8) এই পাখি নিশাচর, নিউজিল্যান্ডে পাওয়া যায়। এরা তৃণভোগী। ১৪৯টি মাত্র পাখির হদিস পাওয়া গেছে।
৫) গীতা মিত্তল -১২/০৮/১৯১৮ থেকে।
৬) সেনার বল ক্রোয়েশিয়ার লুকা মড্রিক, সোনার তুই হ্যারি কেন (ইংল্যান্ড),সোনার গ্লাভস থিবাউত কুর্তোয়া (বেলজিয়াম)।

Comments :0

Login to leave a comment