Indian Premier League

আইপিএলে ফের নামছে নাইটরা

খেলা

RR VS KKR IPL

বুধবার ফের একবার নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। দুই দলই আগের ম্যাচে হারায় জিততে মরিয়া থাকবে। গত ম্যাচে প্রশ্ন উঠেছিল নাইটদের মিডল অর্ডার নিয়ে। নিলামে প্রায় ২৬কোটি অর্থমূল্যে ভেঙ্কটেশ আইয়ারকে ধরে রেখেছিল নাইটরা। সেই মত পারফর্ম পারেননি তিনি। ব্যর্থ হয়েছিলেন রিঙ্কু ও রাসেলের মত পাওয়ার হিটাররাও।  কলকাতার প্রাক্তন খেলোয়াড় নীতিশ রানা রয়েছেন রাজস্থান দলে। এছাড়াও রিয়ান পরাগ, যশস্বীদের রুখতে ভরসা সুনীল, বরুণদের স্পিন। গুয়াহাটির বার্সাপারা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়।

Comments :0

Login to leave a comment