Rahul Gandhi calls RSS 'fascist'

গণতন্ত্র থাকলে লোকসভায় বলতে দেওয়া হোক: রাহুল

জাতীয়

লোকসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাঁর বক্তৃতায় ‘দেশের অপমান’ অভিযোগ তুলে সংসদ পণ্ড করতে নেমেছে বিজেপি। 

এদিন দিল্লিতে সংবাদমাধ্যমে রাহুল বলেন, ‘‘দেশে গণতন্ত্র থাকলে আমায় বলার সুযোগ দেওয়া উচিত। অধ্যক্ষের সঙ্গে দেখা করে সেই আবেদন জানিয়েছি। তিনি কথা দিতে পারেননি। আশা করব আগামীকাল আমায় সুযোগ দেওয়া হবে।’’

রাহুলের যুক্তি, ‘‘সরকারের চার মন্ত্রী আমার ভাষণ নিয়ে সংসদে বলেছেন। একজন সাংসদ হিসাবে সংসদেই আমার বক্তব্য বিশদে জানাতে দেওয়া উচিত। আমাকেও সমান সুযোগ দেওয়া উচিত। গণতন্ত্র থাকলে আমায় সে সুযোগ দেওয়া হবে।’’

সংসদের দুই কক্ষেই বিজেপি সরকারের মন্ত্রীরা লন্ডনে ভাষণের জন্য সংসদে ক্ষমা চাওয়ার দাবিতে সরব হন। আদানি গোষ্ঠীর বেনিয়মে প্রধানমন্ত্রী এবং সরকারের ভূমিকার তদন্তের দাবি করছেন বিরোধীরা। সংসদে বিস্তারিত আলোচনাও চাইছেন। কিন্তু যৌথ সংসদীয় কমিটির তদন্ত বা আলোচনায় রাজি নয় সরকারপক্ষ। বিরোধীরা বলছেন, আদানি কেলেঙ্কারি চাপা দিতেই রাহুল নিয়ে সরব হয়েছে বিজেপি। 

এদিন রাহুলও মনে করিয়েছেন যে সংসদে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আদানি গোষ্ঠীর প্রধানের সম্পর্ক ঘিরে প্রশ্ন তুলেছিলেন। রাহুল বলেন, ‘‘লোকসভায় আমার পুরো বক্তৃতা নথি থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ প্রশ্ন তো রয়েইছে। কেন অস্স্টেলিয়া সফরে আদানি, স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান এবং অস্ট্রেলিয়ার এক মন্ত্রীকে নিয়ে আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কী আলোচনা হয় সেখানে। কেনই বা তারপরই স্টেট ব্যাঙ্ক বড় অঙ্কের ঋণ দিল আদানি গোষ্ঠীকে?’’ 

নরেন্দ্র মোদীর বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সফরের পর সেই দেশগুলি থেকে বরাত মিলেছে আদানি গোষ্ঠীর। রাহুল বলেন, ‘‘প্রতিরক্ষা ক্ষেত্রেও এই গোষ্ঠীকে দেওয়া হচ্ছে বরাত। প্রশ্ন তুলেছি কেন দেওয়া হচ্ছে। সেই প্রশ্নগুলি থেকে নজর ঘোরাতেই এখন সরকার সক্রিয়।’’ 

৭ ফেব্রুয়ারি লোকসভার ভাষণে আদানি নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। মার্চের দ্বিতীয় সপ্তাহে তিনি ভাষণ দেন অক্সফোর্ডে।  

Comments :0

Login to leave a comment