আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কী? এই প্রশ্ন সামনে রেখেই কর্ণাটকে নির্বাচনী জনসভা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংসদে এই প্রশ্ন ছুঁড়ে বক্তৃতা করেছিলেন তিনি। সেই বক্তৃতা কার্য বিবরণী থেকে বাদ দেওয়া হয়। পরে সাংসদ পদ বাতিল হয় রাহুল গান্ধীর।
এই প্রসঙ্গে ফের তুলে রাহুল বলেছেন, ‘‘মনে করছে সাংসদ পদ কেড়ে নিলে প্রশ্ন তোলা বন্ধ হয়ে যাবে। প্রশ্ন উঠবে। কেউ ভয় পাচ্ছে না। কারণ আদানির সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক দেশে দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে।’’
রবিবার কর্ণাটকের কোলারে হয় কংগ্রেসের ‘জয় ভারত’ সভা। বক্তব্য রাখেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে। ২০১৯’র লোকসভা নির্বাচনের আগে কোলারে জনসভায় রাহুলের বক্তব্য ঘিরেই মামলা দায়ের হয় গুজরাটে। নিম্ন আদালত সেই মামলায় রাহুলকে মানহানির দায়ে ২ বছরের জেলের সাজা ঘোষণা করে। সাংসদ পদও বাতিল হয়। ললিত মোদী, নীরব মোদীর মতো দেশ ছেড়ে পালানো জালিয়াতদের প্রসঙ্গ তুলে রাহুল বলেছিলেন যে চোরদের নামের সঙ্গে মোদী জুড়ে কেন?
রবিবার রাহুল আক্রমণ করেন কর্ণাটকের বিজেপি সরকারকে। তিনি বলেন, ‘‘রাজ্যের থেকে প্রধানমন্ত্রীর কাছে চিঠি গিয়েছে। সব কাজে কেন ৪০ শতাংশ কমিশন দিতে হয় সেই প্রশ্ন তুলে। প্রধানমন্ত্রী জবাব দেননি। এই সরকার জনতা, যুব, মহিলা সবার থেকে চুরি করছে।’’ বিজেপি’র উদ্দেশ্যে তাঁর মন্তব্য, ‘‘আপনারা আদানির সেবা করুন। আমরা জনতা, মহিলা, যুবদের সেবা করব।’’
কংগ্রেস নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছে যে কর্মহীন স্নাতকদের ৩ হাজার টাকা, মহিলাদের ২ হাজার টাকা করে দেওয়া হবে। গরিব পরিবারে ১০ কেজি করে চাল দেওয়া হবে।’’
Comments :0