লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর একটি মন্তব্যের কড়া সমালোচনা করেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। শুক্রবার তিনি অভিযোগ করেছেন, আরএসএস-সিপিআই(এম)’কে একই আসনে বসিয়ে রাহুল গান্ধী যে চটকদারি, হালকা এবং মাত্রাজ্ঞানহীন মন্তব্য করেছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। আসলে কেরালায় আরএসএস’র বিরুদ্ধে সিপিআই(এম)’র ধারাবাহিক লড়াই সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার জন্যই তিনি ওই রকম আলটপকা মন্তব্য করতে পেরেছেন।
এদিন কেরালার কোট্টায়ামে রাহুল গান্ধী বলেন যে, ‘‘আমি আরএসএস এবং সিপিআই(এম)’র বিরুদ্ধে একইভাবে মতাদর্শের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। আমার লড়াই ওদের ধারণার বিরুদ্ধে। আমার ওদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো, ওরা মানুষের কথা ভাবে না। আপনি যেখানে, যত বড় বড় কথা বলে ভাষণ দিন না কেন, আপনি যদি মানুষের কথা না ভাবেন, তাহলে ওদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলতে কিংবা কাছে টেনে নিতে প্রস্তুত না থাকেন তাহলে আপনি কখনোই নেতা হতে পারবেন না...’’।
কংগ্রেস নেতার এই মন্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক দানা বেঁধেছে। আরএসএস এবং সিপিআই(এম) সহ বামপন্থীদের একই আসনে বসিয়ে আক্রমণ করাকে মেনে নিতে পারছেন না তাঁরা। একারণেই রাহুল গান্ধীর মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বেবি। তিনি এদিন বলেছেন, ‘‘উনি জানেনই না কেরালায় কারা লাগাতার লড়াই চালিয়ে যাচ্ছে আরএসএস’র বিরুদ্ধে। গৈরিক বাহিনীর হিংসাত্মক হামলার প্রতিরোধ করতে গিয়ে বহু নিষ্ঠাবান পার্টিকর্মী খুন হয়ে গিয়েছেন। আর কেরালায় আরএসএস এবং কংগ্রেস প্রায় একই সুরে কমিউনিস্ট বিরোধী প্রচার চালিয়ে যায়। আবার কেরালায় পা দিলে রাহুল গান্ধীও ওই সুরে কথা বলতে শুরু করে দেন।’’
এদিন এক ভিডিও বার্তায় বেবি ওই কথারই জের টেনে বলেছেন, ‘‘আরএসএস’র বিরুদ্ধে সিপিআই(এম) সহ বামপন্থীদের লড়াইয়ের কথা সবাই জানেন। কেরালায় এই লড়াই চিরন্তন। কিন্তু কেরালায় আরএসএস’র বিরুদ্ধে কংগ্রেসের লড়াইয়ের কোনও ইতিহাস নেই। রাহুল গান্ধীও বলতে পারবেন না। আসলে কেরালায় এলে ওঁর বোঝাপড়ার অভাব হয়ে যায়।’’
এক সময় কেরালারই ওয়েনাডের সাংসদ ছিলেন রাহুল গান্ধী। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সিপিআই(এম) সাধারণ সম্পাদক বলেছেন, ‘‘ওঁকে তো বিজেপি-আরএসএস এবং বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করেই জিততে হয়েছে। তাহলে এখন কীভাবে এত সহজে দু’পক্ষকে এক আসনে ফেলে সমালোচনা করছেন?’’ অতীত প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ‘‘রাহুল গান্ধীর মনে রাখা উচিত ২০০৪ সালে কেন্দ্রে মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার গঠনের সময় বাইরে থেকে সমর্থন জানিয়েছিল সিপিআই(এম)। ওই সময় সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ছিল না কংগ্রেসের।’’ এর পরেই বেবি বলেছেন, ‘‘আমি আশা করব এরপর অন্তত রাহুল গান্ধী সিপিআই(এম)’র বিরুদ্ধে বিচক্ষণতার সঙ্গে মন্তব্য করবেন। সিপিআই(এম)’র সমালোচনা করাই যায়। তাতে আপত্তির কিছু নেই। আমরাও যেমন কংগ্রেসের সমালোচনা করি। বিশেষত কংগ্রেসের অর্থনৈতিক নীতির আমরা কড়া সমালোচক। আবার আরএসএস’র বিরুদ্ধেও আমরা সরব। তবে কখনোই আরএসএস-বিজেপি এবং কংগ্রেসকে একই আসনে ফেলে সমালোচনা করি না। আমরা পৃথকভাবেই দু’পক্ষের সমালোচনা করে থাকি। মতাদর্শগত ফারাক রয়েছে। ফলে রাহুল গান্ধী যা বলেছেন তা মানুষ বুঝবেন এবং তাঁরাই এর যোগ্য জবাব দেবেন।’’
MA BABY CPIM
রাহুলের মন্তব্য আলটপকা, কড়া সমালোচনা বেবির

×
Comments :0