DURAND CUP 2025

ময়দানের প্রাচীন প্রবাদকেই মনে করালেন কিবু ভিকুনা

খেলা

ফের স্বপ্নভঙ্গ হল লাল হলুদের। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে রেকর্ড বরাবরই ভালো কিবু ভিকুনার। ময়দানের প্রাচীন প্রবাদ - ডার্বিতে জয়ী দল তাদের পরবর্তী ম্যাচে মুখ থুবড়ে পড়ে। কিবু সেই প্রবাদকেই আবারো একবার মনে করালেন। ডুরান্ডে এই নিয়ে দ্বিতীয় অঘটন ঘটালো ডায়মন্ড হারবার এফসি। ২-১ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। পৌঁছে গেল সেমিফাইনালে। দ্বিতীয়ার্ধ জুড়ে চলল জমজমাট নাটকের চিত্রনাট্য। ম্যাচের ৫৩ মিনিটে কর্নার থেকে হেডে যে গোলটি মিস করলেন ডিয়ামেন্টেকোস তার জন্য হাত কামড়াতে হল পরবর্তীতে। বলের দখল অনেক বেশি থাকলেও আসল জায়গায় কিস্তিমাত করল ডায়মন্ড হারবার এফসি। ৬৫ মিনিটে ফ্রি কিক থেকে করতাজা দারুণ বাই সাইকেল কিক থেকে গোল করে চুপ করিয়ে দেন যুবভারতীকে। তবে সেই অগ্রগমন স্থায়িত্ব হলনা দুই মিনিটও নিজের বিশেষ শক্তিকে কাজে লাগিয়েই দূরপাল্লার শটে গোল করেন আনোয়ার আলি। সমতা ফেরে ম্যাচে। ৭৮ মিনিটে মিগুয়েলের শটের কোনো জবাব ছিলনা মিরশাদের কাছে। তবে এলনা গোলটিও। পোস্টে লেগে ফিরে আসে শটটি। এবার দ্বিতীয়বার যুবভারতীতে স্তব্ধতা নিয়ে এলেন লাল হলুদের প্রাক্তনী জবি জাস্টিন ও কর্নার থেকে লাল হলুদ রক্ষণের ভুলে গোল করে যান তিনি। তবে গেল করলেও প্রাক্তন দলের সম্মানে কোনো সেলিব্রেশন করেননি তিনি। শেষের দিকে গোল হওয়ার পর প্রায় ১০ জনকেই বক্সের মধ্যে নামিয়ে সেই চিরাচরিত খেলা খেলতে থাকেন কিবু। প্রায় ৮ মিনিট অতিরিক্ত সময় পেয়েও সেই দুর্ভেদ্য রক্ষণভাগ ভাঙতে পারেননি ইস্টবেঙ্গলের খেলোয়াড়রা। ফলাফল স্বরূপ এই প্রতিযোগিতায় তিন প্রধানের মধ্যে দুই প্রধানকেই হারিয়ে দিয়ে ইতিহাস গড়ে ফেলল ডায়মন্ড হারবার এফসি। এবার তাদের স্বপ্ন ডুরান্ড কাপ জয় করা। সেই স্বপ্নের সওদাগর হতে পারেন কিবু ভিকুনা।

Comments :0

Login to leave a comment