দক্ষিণ ওড়িশার উপর তৈরি নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ে। পরবর্তী ১২ ঘন্টায় ছত্তিশগড়ের মধ্যাঞ্চল এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের উপর একটি নিম্নচাপটি আরও দুর্বল হয়ে পড়বে।
বঙ্গোপসাগর থেকে তীব্র আর্দ্রতা প্রবেশ এবং মৌসুমী বায়ুর পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কারণে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাতও হতে পারে।
বুধবার থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস ছিল। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত চলবে বৃষ্টি। দক্ষিণের প্রায় সব জেলায় থাকছে হলুদ সতর্কতা। উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণবঙ্গ ও ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার পর্যন্ত গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
দক্ষিণের পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরের জেলাগুলোতেও। জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কালিংপঙ জেলায় বৃষ্টিপাত হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।
Comments :0