Siksha Bachao Andolan

বেতন না বাড়লে হবে নবান্ন অভিযান, বিকাশ ভবনে জানালো শিক্ষক মঞ্চ

রাজ্য

বিকাশ ভবন অভিযানে সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন।

কুড়ি বছর ধরে চাকরিরত, পান মাত্র বারো হাজার টাকা। বারবার বেতন বৃদ্ধির দাবি জানিয়েও কোনও কাজ হয়নি। এতগুলো বছরের বঞ্চনার বিরুদ্ধে এবার ক্ষোভে ফেটে পড়েছেন  পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলন যৌথ মঞ্চের পার্শ্ব শিক্ষক, এসএসকে-এমএসকে শিক্ষক, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, অফিস কর্মচারীরা। 
বহু আন্দোলনের পর তাঁদের বেতন বৃদ্ধি নিয়ে গত এপ্রিলে নবান্নে ফাইল পাঠানো হলেও সে নিয়ে কোন উচ্চবাচ্য করেনি নবান্ন, অভিযোগ এই শিক্ষকদের। সরকারি আদেশনামা অনুযায়ী তাঁদের বেতন বৃদ্ধির সেই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার দাবি নিয়ে ফের বিকাশ ভবন অভিযান করল যৌথমঞ্চ। 
বুধবার বিধাননগর পিএনবি মোড় থেকে করুণাময়ী মিছিল করে সংগঠন। তাদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে বিকাশভবনে স্মারক লিপি দেয় সমগ্র শিক্ষা মঞ্চ। মিছিল শেষে ময়ূখ ভবনের সামনে জনসভা করেন শিক্ষক শিক্ষাকর্মীরা। 
সভা চলাকালীন মঞ্চের ১১ জন প্রতিনিধি এদিন বিকাশ ভবনে গিয়ে দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলেন। আড়াই ঘন্টা আলোচনার পর তাঁদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 
তবে মঞ্চের পক্ষ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে ‌দপ্তরকে। ২৫ তারিখ পর্যন্ত কোন অগ্রগতি না হলে সরাসরি নবান্ন অভিযান করবে বলে জানিয়েছেন সংগঠনের নেতা মনোরঞ্জন মন্ডল।

Comments :0

Login to leave a comment