Narendra Modi

২২ আগস্ট বিহার এবং পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিহারের বিধানসভা নির্বাচনের আগে ২২ আগস্ট একাধিক প্রকল্পের উদ্বোধনে সেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিহারের পাশাপাশি এরাজ্যেও আসবেন প্রধানমন্ত্রী। কলকাতা মেট্রোর একাধিক রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী গয়ায় প্রায় ১৩,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। 
প্রধানমন্ত্রী গঙ্গা নদীর উপর আউন্টা-সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পটি উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে সংযোগ বাড়াবে। 
প্রধানমন্ত্রী কলকাতায় ৫,২০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। এছাড়া কলকাতায় নবনির্মিত অংশগুলিতে মেট্রো ট্রেন পরিষেবার উদ্বোধন করবেন তিনি।

Comments :0

Login to leave a comment